আর্কাইভ থেকে ফুটবল

জয় পেতে ভুলে গেছে চেলসি

জয় পেতে ভুলে গেছে চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি সবশেষ কবে জয় পেয়েছিলো এক মুহূর্তে হয়তো বলে দেয়া সম্ভব নয়।পরিসংখ্যান ঘেঁটে বের করতে হবে। সবশেষ ১১ মার্চ লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল ব্লুজরা। এরপর টানা ৬টি ম্যাচে আর কোনো জয়ের মুখ দেখেনি স্ট্যাম্পফোর্ড ব্রিজের দলটি। এর মধ্যে তিনজন কোচ ডাগ আউটে দায়িত্ব সামলিয়েছেন। গ্রাহাম পটারকে বিদায় করে দেওয়ার পর ছিলেন একজন অন্তর্বর্তীকালীন কোচ। এরপর এখন দায়িত্ব দেয়া হয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু কেউই চেলসির ভাগ্য বদলাতে পারেনি। উলভারহ্যাম্পটনের কাছে ১-০ গোলে পরাজয় দিয়ে স্টামফোর্ড ব্রিজে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ফিরে আসার সূচনা শুরু হয়। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালের কাছে হেরেছে ২-০ গোলে। সবশেষ শনিবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছেও ২-১ গোলের ব্যবধানে হেরেছে দলটি। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল চেলসি। ১৩তম মিনিটে কনর গ্যালাগারের গোলে এগিয়ে যায় ব্লজরা। কিন্তু ৪২তম মিনিটে ড্যানি ওয়েলব্যাক এবং ৬৯তম মিনিটে হুলিও এনসিসো গোল করে জয় এনে দেন ব্রাইটনকে। এই পরাজয়ের পর ১১তম স্থানে রয়েছে চেলসি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৩৯।

এ সম্পর্কিত আরও পড়ুন জয় | পেতে | ভুলে | গেছে | চেলসি