খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বাফুফে

বাংলাদেশ-ভারত দ্বৈরথ সবসময়ই ভিন্ন এক মাত্র ছড়ায়। ভুটানের চাংলিমিথাংয়ে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি। 

বাংলাদেশ ও ভারত একই গ্রুপে ছিল। উদ্বোধনী ম্যাচেই ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল লাল সবুজের দল। বাংলাদেশের সেমিফাইনালে ওঠা কিছুটা নাটকীয়তা বটে। পরের ম্যাচ মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র হয়। আর ভারতের সাথে মালদ্বীপের ৩-০ গোলে পরাজয়ের সাথে সাথেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়।

সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর ম্যাচেও কম দৃশ্যের অবতারণা ঘটেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকারে ৮-৭ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ দল।

উদ্বোধনী ম্যাচের সেই ভারত আবারও বাংলাদেশের সামনে। এবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ফাইনালের আগে বাংলাদেশের এই কোচ বলেন, শুধু ফাইনাল খেলেই কোনো দল খুশি হয় না। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদেরও তাই যদিও জানি এটা কঠিন কাজ হবে। ভারত কীভাবে খেলে সেটা আমরা জানি। অবশ্যই ভারত ফেভারিট। কৌশলগত কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা অভিজ্ঞ। আমাদের তাই সেরা ফুটবল খেলতে হবে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | ফাইনালে | ভারতের | মুখোমুখি | বাংলাদেশ