আর্কাইভ থেকে বাংলাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

দীর্ঘ দিন বন্ধ থাকার পর, টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ থেকে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে পর্যটক নিয়ে চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। 

সকালে টেকনাটের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। 

বৃহস্পতিবার থেকে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে। করোনা, ঘূর্ণিঝড় ও জেটি ঘাটের কারণে গেলো ৩১ মার্চ থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ২শ’ ২৯ দিন পর জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানান, অক্টোবর মাসের শেষের দিকে জাহাজ চলাচল শুরুর কথা থাকলেও ক্ষতিগ্রস্ত জেটি মেরামতে সময় লেগেছে। 

সব ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে নৌপথে পর্যটক পরিবহন শুরু হবে। এতে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। 

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফসেন্টমার্টিন | রুটে | পর্যটকবাহী | জাহাজ | চলাচল | শুরু