আর্কাইভ থেকে অপরাধ

পোড়া তেলে চিপস ভাজায় ২ কারখানা মালিককে জরিমানা

পোড়া তেলে চিপস ভাজায় ২ কারখানা মালিককে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার হাতিয়া ও সল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। তিনি বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তেরি ও পোড়া তেল ব্যবহার চিপস তৈরি করায় সাদেক বেকারীকে ৫ হাজার টাকা এবং মেসার্স মম ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন পোড়া | তেলে | চিপস | ভাজায় | ২ | কারখানা | মালিককে | জরিমানা