আর্কাইভ থেকে আবহাওয়া

২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে উঠেছে। এরমধ্যে গত শনিবার রাজধানীতে গরমের তীব্রতা ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। অবশেষে, ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টার | মধ্যে | ঢাকাসহ | চার | বিভাগে | বৃষ্টির | পূর্বাভাস