আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখবেন যেভাবে

ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখবেন যেভাবে

রাত পোহালেই বিশ্ব ফুটবলের মহারণ। বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা -ব্রাজিল। স্বাভাবিকভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে উন্মুখ বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।

এখন পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছে আর্জেন্টিনা। এসময়ে হারের তিক্ত স্বাদ পায়নি তারা। লাতিন আমেরিকার বাছাইপর্বে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আলবিসেলেস্তোরা। ব্রাজিলের বিপক্ষে জিতলেই আসন্ন বিশ্বকাপের ছাড়পত্র প্রায় পেয়ে যাবেন লিওনেল মেসিরা।

বাছাইপর্বে একটি ড্র ছাড়া সব ম্যাচ জিতে ইতোমধ্যে কাতারের টিকিট কেটে ফেলেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার প্রথম সাক্ষাতে নজিরবিহীন ঘটনা ঘটে। শুরুর কিছুক্ষণ পরই খেলা বন্ধ হয়ে যায়। নেইমারদের ডেরায় ওই ম্যাচে আর্জেন্টিনার তিন ফুটবলারদের বিরুদ্ধে করোনা প্রটোকল ভাঙার অভিযোগ আনেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। ফলে ম্যাচ বাতিল হয়ে যায়।

এবার ম্যাচ হবে মেসিদের দূর্গে। চোট পাওয়ায় এতে দলের প্রাণভোমরা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। তবে তার সতীর্থরা অনেকটা খোলা মনে মাঠে নামতে পারবেন। কারণ, ফুটবলের দেশ ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। তবে কোপা আমেরিকায় ফাইনালে হারের প্রতিশোধ নিতে মরিয়া সেলেকাওরা।

আর মেসিরা চাইছেন এই ম্যাচে জিতে বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত করতে। এতে মেসিকেও পাচ্ছে তারা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ মহারণ সনি টেন ও সনি সিক্স সরাসরি সম্প্রচার করবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলআর্জেন্টিনার | সুপার | ক্লাসিকো | দেখবেন | যেভাবে