আর্কাইভ থেকে জাতীয়

বাবার কাছ থেকে শিখেছি মানুষের মুখে হাসি ফুটানো

বাবার কাছ থেকে শিখেছি মানুষের মুখে হাসি ফুটানো
নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কিনা দেখতে হবে। এসব আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ এপ্রিল) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের মাঝেই আমি খুঁজে পাই আমার হারানো মা-বাবার স্নেহ, ভাইয়ের ভালোবাসা। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি দুঃখি মানুষের মুখে হাসি ফুটানো। এ দেশের মানুষের কল্যাণ করা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমি চেষ্টা করে যাচ্ছি সে কাজই।

এ সম্পর্কিত আরও পড়ুন বাবার | কাছ | শিখেছি | মানুষের | মুখে | হাসি | ফুটানো