আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ আরও বেড়েছে

বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ আরও বেড়েছে

বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় আরও বেড়েছে করোনা সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ছয় লাখ এক হাজার ২১৮ জন। গত দিন ছিল পাঁচ লাখ ৩৮ হাজার ৪০১ জন। একই সময়ে মারা গেছে সাত হাজার ৬৫১ জন। গত দিন মারা গিয়েছিল আট হাজার ৩৫৩ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে চার লাখ ২০ হাজার ৮৭৮ জন।

বিশ্বজুড়ে আজ শুক্রবার (১৯ নভেম্বর) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯২ জন। মারা গেছেন ৫১ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ৪৯৯ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে চার কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৪৫৫ জন। গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ১৪৬ জন।

আক্রান্তে দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন। গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার।

এরপরই রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন। গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩০৭ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বজুড়ে | গেলো | ২৪ | ঘণ্টায় | করোনা | সংক্রমণ | আরও | বেড়েছে