আর্কাইভ থেকে শিক্ষা

চমেকের ৩০ শিক্ষার্থী বহিষ্কার, ক্লাস শুরু ২৭ নভেম্বর

চমেকের ৩০ শিক্ষার্থী বহিষ্কার, ক্লাস শুরু ২৭ নভেম্বর

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে ২৮ দিন বন্ধ থাকার পর ২৭ নভেম্বর কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে।

তবে এখনই হল খোলা হবে না বলে জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার। তিনি জানান, নতুনভাবে সিট বরাদ্দের পর হল খোলা হবে।

বহিষ্কৃতদের মধ্যে ৮ জন দুই বছর, ২০ জন এক বছর এবং ২ জনকে দেড় বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। এছাড়া আরও একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও তার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৯ ও ৩০ অক্টোবর চমেকে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় সাবেক মেয়র আ জ ম নাসির ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দু’টি পক্ষ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন চমেকের | ৩০ | শিক্ষার্থী | বহিষ্কার | ক্লাস | শুরু | ২৭ | নভেম্বর