আর্কাইভ থেকে জাতীয়

বেতন বৃদ্ধি ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের আন্দোলন

বেতন বৃদ্ধি ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের আন্দোলন

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবি ও শ্রমিকদের উপর হামলার কারণে  আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। 

বুধবার সকাল ৯টা থেকে মিরপুর ১০ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন,সকাল থেকে শ্রমিকরা বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বেতন | বৃদ্ধি | ও | শ্রমিকদের | উপর | হামলার | প্রতিবাদে | মিরপুরে | শ্রমিকদের | আন্দোলন