খেলাধুলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার হাতে পেলো নারী দল

স্পোর্টস ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ জয়ী হয় বাংলাদেশের মেয়েরা। দেশে ফেরার পর তাদের ছাদখোলা বাসে বরণ করে নেয়া হয়। সেদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ (সোমবার) সেই টাকা হাতে পেয়েছে নারী দল।

খেলোয়াড়, কোচিং স্টাফ ও অফিশিয়ালসহ মোট ৩২ জনের জন্য এই এক কোটি টাকা প্রদান করা হয়েছে। এতে প্রত্যেকে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। আসিফ মাহমুদ তার অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।

নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৩ জনের স্কোয়াড ছিল। আর বাকি ৯ জন ছিলেন কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিশিয়াল।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি আলাদা চেক ইস্যু করা হয়েছে। চেক প্রাপ্তির পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার পত্র প্রেরণ করতে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে দেড় কোটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে নারী দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নারী সাফ চ্যাম্পিয়নশিপ | নারী দল | যুব ও ক্রীড়া উপদেষ্টা