টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে তারা বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে।
আইসিসি ইতোমধ্যে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। তবে সরকারের সঙ্গে আলোচনা করার জন্য বিসিবি ২৪ ঘণ্টা সময় চাইলেও সেই সময়ের মধ্যেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে—ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপে দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি জানান, আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে খেলবে না।
এরপরই বিসিবি নতুন করে আইসিসির কাছে ই-মেইল পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানায়। এই কমিটি আইসিসির অধীনে গঠিত স্বাধীন আইনজীবীদের একটি প্যানেল, যারা বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তি করে থাকে।
বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দেবে। তবে আইসিসি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
আইসিসির সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম পর্বের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। ভেন্যু না বদলালে এই ম্যাচগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
এমএ//