খেলাধুলা

ক্রীড়া উপদেষ্টার মন্তব্য আনুষ্ঠানিক জবাব নয়: বিসিবি

স্পোর্টস ডেস্ক

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে আইসিসির পক্ষ থেকে পাঠানো চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড স্পষ্ট করেছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধে আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিসিবির ভাষ্য অনুযায়ী, ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা আইসিসির সঙ্গে বিসিবির মধ্যে চলমান নিরাপত্তা–সংক্রান্ত অভ্যন্তরীণ আলোচনার অংশ, কোনো চূড়ান্ত বা লিখিত জবাব নয়। বোর্ড জানিয়েছে, তারা আগেই আইসিসিকে জানিয়েছে যে ভারতে খেলার ক্ষেত্রে দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সেই কারণেই বিকল্প ভেন্যুর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক উত্তর এখনও পাওয়া যায়নি।

এর আগে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠিতে তিনটি ঝুঁকির কথা জানিয়েছে—বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, সমর্থকদের দলীয় জার্সি পরে চলাচল এবং দেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসা। তার মতে, এসব কারণে ভারতের মাটিতে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

তবে ক্রীড়া উপদেষ্টা এসব যুক্তিকে অবাস্তব বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেরা খেলোয়াড়কে বাদ দেওয়া, সমর্থকদের জার্সি না পরা কিংবা খেলার জন্য নির্বাচন পেছানোর মতো প্রত্যাশা গ্রহণযোগ্য নয়। 

এদিকে বিসিবি আবারও জানিয়েছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিসিবি #টি-টুয়েন্টি বিশ্বকাপ #যুব ও ক্রীড়া উপদেষ্টা #ক্রীড়া উপদেষ্টা