আর্কাইভ থেকে ইউরোপ

ব্রিটেন ছাড়াও যেসব দেশের রাজা হচ্ছেন চার্লস

ব্রিটেন ছাড়াও যেসব দেশের রাজা হচ্ছেন চার্লস
আগামী ৬ মে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা চার্লসের। এই দিন ব্রিটেন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের রাজা হতে চলেছেন তৃতীয় চার্লস। কমনওয়েলথ ব্যবস্থা অনুযায়ী, আরও ১৫টি দেশের রাজা হতে চলেছেন তৃতীয় চার্লস। তারা একসময়ের ব্রিটিশ সাম্রাজ্য থেকে বিবর্তিত হয়ে আপাতত কমনওয়েলথ নেশন নামে পরিচিত। সম্পূর্ণ স্বাধীন এই দেশগুলি একই রাজাকে রাষ্ট্রের প্রধান হিসেবে মান্যতা দেয়। এই পনেরোটি দেশের সাংবিধানিক প্রধান যেমন রয়েছেন, তেমনই অন্যদিকে রয়েছে সম্পূর্ণ প্রজাতন্ত্র। রজা চার্লস এই দেশগুলিতে মূলত আনুষ্ঠানিক প্রধানের দায়িত্ব পালন করতে চলেছেন। এই তালিকায় যেমন রয়েছে বেশ কিছু ছোট দ্বীপ, তেমনই রয়েছে একটি আস্ত বিশাল ভূখণ্ড। ব্রিটেনের সাম্রাজ্যবাদের নজির হিসেবেই একসময় কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয় দেশগুলি। চার্লস রাজা হলে যে যে দেশের আনুষ্ঠানিক দায়িত্ব পেতে চলেছেন, সেই তালিকায় রয়েছে অ্যান্টিগা ও বারবুডা, অস্ট্রেলিয়া, দ্য বাহামাস, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সোলোমন দ্বীপপুঞ্জ, তুভালু ও বিট্রেন যুক্তরাজ্য। সারা বিশ্বের মতো বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। আগামী ৬ মে ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠান। আট মাস আগে ৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। তবে একটি বিশেষত্ব রয়েছে এবারের অনুষ্ঠানে। ১৯০২ সালের পর এবার আবার রাজ্যাভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সপ্তাহের শেষে। শেষবার অভিষিক্ত করা হয়েছিল রাজা সপ্তম এডোয়ার্ডকে। এবারে সেই ভূমিকায় কিং চার্লস। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। সেই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। গেলো ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান। তবে রাজ্যাভিষেকের আগে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাবেন চার্লস দম্পতি। সকাল ছটা বাজতেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হল সকাল এগারোটা।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রিটেন | ছাড়াও | যেসব | দেশের | রাজা | হচ্ছেন | চার্লস