আর্কাইভ থেকে আওয়ামী লীগ

২০০১ সালের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি

২০০১ সালের মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র ও বৈশিষ্ট্য ছিল- সেটার সম্পূর্ণ বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জেতানোর গ্যারান্টি দিতে পারবে এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে বিএনপি। বিএনপি আসলে ২০০১ সাল, ১/১১ এর মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকেই কোনো চাপ নেই। তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। সেতুমন্ত্রী বলেন, আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে। তাই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই।  

এ সম্পর্কিত আরও পড়ুন ২০০১ | সালের | মতো | তত্ত্বাবধায়ক | সরকার | চাচ্ছে | বিএনপি