আর্কাইভ থেকে বিনোদন

ফোন, ফেসবুক, টুইটার নেই যে অভিনেতার

ফোন, ফেসবুক, টুইটার নেই যে অভিনেতার
বর্তমান সময়ে সব স্টার, সুপারস্টাররাই সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে। সেই সঙ্গে নিজের কাজ এবং ব্যক্তিজীবন ভক্তদের সামনে তুলে ধরেন। বেশির ভাগ তারকাদের ফেসবুক, ইনস্টাগ্রামে তাদের যাপিত জীবনের অনেক কিছুই তুলে ধরেন। কিন্তু এখানেও ব্যতিক্রম আছে। এমনই  একজন ব্যাতিক্রম  মানুষ দক্ষিন ভারতের একজন সুপারস্টার। এই সময়ে এসেও ব্যবহার করেন না মুঠোফোন! তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় এই তারকার নেই কেনো ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ৫২ বছর বয়সে এসেও উপহার দিচ্ছেন একের পর এক সুপারহিট ছবি। বালিমাই, থুনিবুর মতো সিনেমা দিয়ে ২০২২ ও ২০২৩ সালে ঝড় তুলেছিলেন বক্স অফিসে। তিনি আর কেউ নন, অজিত কুমার! শুটিং ছাড়া বাকিটা সময় নীরবে-নিভৃতে কাটাতে পছন্দ করেন দক্ষিণী এ সুপারস্টার। শুধুমাত্র নতুন ছবির শুটিংয়ের সময়ই মুঠোফোন ব্যবহার করেন অজিত। শুটিং শেষ হলেই সিমকার্ড ফেলে দেন। পরের ছবি শুটিংয়ে আগে আবারও নতুন সিমকার্ড নেন।
অজিত কুমার
অজিত কুমার
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে,অনাকাঙ্ক্ষিত ফোনকল এড়াতেই মুঠোফোন ব্যবহার করেন না তিনি। সাক্ষাৎকারেও আগ্রহ নেই অজিত কুমারের। নতুন ছবি মুক্তির আগে অনেক তারকাকেই দেখা যায় ভারতজুড়ে ছবির প্রচার করতে। কিন্তু অজিত কুমার ছবির প্রচারনা অনুষ্ঠানে হাজির থাকেন না। প্রায় সব দক্ষিণী তারকারই বড় ভক্ত-সমর্থক গোষ্ঠী আছে। কিন্তু ফ্যান ক্লাবের ধার ধারেন না এ অভিনেতা। তার মতে, ফ্যান ক্লাব তার নাম ব্যবহার করে এমন অনেক কাজ করে, যা তিনি সমর্থন করেন না। সে জন্যই ২০১১ সালে তার ফ্যান ক্লাবের বিলুপ্ত ঘোষণা করেন। অভিনেতা ছাড়াও অজিত কুমার একজন রেসিং ড্রাইভার। ভারত ও ভারতের বাইরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফোন | ফেসবুক | টুইটার | নেই | অভিনেতার