আর্কাইভ থেকে দেশজুড়ে

পরীক্ষায় সেট বদল, জেলহাজতে শিক্ষক

পরীক্ষায় সেট বদল, জেলহাজতে শিক্ষক
এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর পত্রের সেট কোড পরিবর্তন করে ভিন্ন সেট দিয়ে সহযোগিতা করেছে এক স্কুল শিক্ষক। এ ঘটনায় তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে। দণ্ডপ্রাপ্ত সেই শিক্ষকের নাম এমদাদুল হক। বুধবার (১০ মে)উপজেলা'র কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষা হল রুমে এ ঘটনা ঘটে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এসএসসি পরীক্ষায় ওই শিক্ষক পরীক্ষার আইন লঙ্ঘন করে শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তিনি আরো জানান, এসএসসি পরীক্ষায় ওই শিক্ষকের অনিয়ম ট্যাগ অফিসারের নজরে আসলে সে পরীক্ষা স্থগিত করে আমাকে জানান এবং বিষয়টি'র সত্যতা পাওয়া যায়। এসএসসি পরীক্ষার আইনুসারে ওই শিক্ষকের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পরীক্ষায় | সেট | বদল | জেলহাজতে | শিক্ষক