আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

শ্বাসকষ্টে মারা গেছেন ইবির প্রধান প্রকৌশলীর চালক

শ্বাসকষ্টে মারা গেছেন ইবির প্রধান প্রকৌশলীর চালক
শ্বাসকষ্টের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলীর গাড়ি চালক শাহজাহান আলী মারা গেছেন। বুধবার বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শাহজাহান আলীকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পৃথক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান শাহজাহান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শ্বাসকষ্টে | মারা | গেছেন | ইবির | প্রধান | প্রকৌশলীর | চালক