আর্কাইভ থেকে দুর্ঘটনা

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২

কীর্তনখোলায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২
বরিশালের কীর্তনখোলায় নোঙর করে রাখা একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।ট্যাংকারটিতে সাড়ে চার লাখ লিটার তেল ছিল। নিহত ট্যাংকারের স্টাফ বাবুল ও স্বাধীন চট্টগ্রামের বাসিন্দা। নিখোঁজ রয়েছেন আবুল কাসেম নামে একজন। আহতরা হলেন কুতুবউদ্দিন, রুবেল ও কামাল হোসেন। তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা। বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, বিকেল পৌনে ৪টার দিকে জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত সেখানে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। এখন পর্যন্ত বাবুল কান্তি (৬৪) ও স্বাধীন (২২) নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন। ইঞ্জিনরুম উত্তপ্ত থাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ওই রুমে অভিযান চালানো যাচ্ছে না। জাহাজের বার্বুচি দুলাল বলেন, আমরা কাজ করছিলাম। তখন বিকট শব্দে ইঞ্জিনরুমে বিস্ফোরণ হয়। এরপরে পুরো রুমে আগুন লেগে যায়।  জাহাজে ১৬ জন স্টাফ ছিলেন। এরমধ্যে দুজন ছুটিতে বাড়ি গেছেন। তিনজন হাসপাতালে ভর্তি, দুজন বিস্ফোরণে নিহত হয়েছেন। একজন নিখোঁজ। বাকি আটজন অক্ষত রয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয় সেটি তদন্ত করে দেখা হচ্ছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন কীর্তনখোলায় | তেলবাহী | ট্যাংকারে | বিস্ফোরণ | নিহত | ২