আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান
চলতি বছর ভারতের বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু আসরটি মাঠে গড়ানোর আগে ভারত-পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে চলছে নানান শর্ত আরোপ। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্ট নিয়ে প্রতিবেশী দেশ দুটি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বিশ্বকাপের আগেই সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। কিন্তু দেশ দুটির কূটনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে রাজি নয় ভারতীয় দল। তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য হাইব্রিড মডেল দাঁড় করায় ভারত। পাকিস্তানও স্রেফ জানিয়ে দেয়, ভারত তাদের দেশে এশিয়া কাপ খেলতে না আসলে তাঁরাও তাদের দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও চায় নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। তাই আইসিসি ও এসিসির দুটি টুর্নামেন্টই হাইব্রিড মডেলের শঙ্কা দেখছেন, অনেক ক্রিকেট সমর্থকরা। সেক্ষেত্রে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠির দাবি, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়ম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও কার্যকর হতে হবে। চলমান এমন অনিশ্চয়তায় বৃহস্পতিবার (১১ মে) ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নাজাম শেঠির ভাষায়, ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তার (শেঠি) মন্তব্য, এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও তা কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো, তখন বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরাতে কিংবা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | বিশ্বকাপের | ম্যাচ | খেলতে | চায় | পাকিস্তান