আর্কাইভ থেকে শিক্ষা

ঘূর্ণিঝড় ‘মোখা’: জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘মোখা’: জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের আগামীকাল সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয় এ বিষয়ে। একই কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল সোমবার (১৫ মে) অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের প্রেরণ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। উল্লিখিত পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এর আগেও ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রোববার (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘূর্ণিঝড় | মোখা | জাতীয় | বিশ্ববিদ্যালয়েরও | পরীক্ষা | স্থগিত