আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে এখন আর সুশাসন নেই : জিএম কাদের

দেশে এখন আর সুশাসন নেই : জিএম কাদের

আওয়ামী লীগ ও বিএনপি একটু বড় দল। তবে সারা দেশে জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন রয়েছে। আওয়ামী লীগ-বিএনপির শাসনামল দেশের মানুষ দেখেছে। দেশে এখন আর সুশাসন নেই। বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির পতাকাতলে দেশের তরুণ সমাজ ও উদিয়মান রাজনিতিকরা এখন ঝুঁকছে। আওয়ামী লীগ-বিএনপির সীমাহীন ব্যর্থতার, দুর্নীতি, জুলুম, নির্যাতনে দেশের মানুষ দিশেহারা। তাই আাওয়ামী লীগ বা বিএনপিকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এরশাদের শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে দেশের মানুষ স্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিতে পারে? এ থেকেই বোঝা যায় দেশের মানুষ কতটা গণতন্ত্র উপভোগ করতে পারছেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের পরিবহন সেক্টর কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। কিছু সমিতি ও ইউনিয়ন পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। সরকারের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্তা সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে পরিবহন সেক্টরের সঙ্গে আঁতাতের মাধ্যমে। তাই গণপরিবহনে নৈরাজ্য কমছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | এখন | আর | সুশাসন | নেই | | জিএম | কাদের