আর্কাইভ থেকে বাংলাদেশ

জামালপুর আ. লীগ থেকে বহিষ্কার ডা. মুরাদ

জামালপুর আ. লীগ থেকে বহিষ্কার ডা. মুরাদ

ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কার করেছে জামালপুর আওয়ামী লীগ। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদকের পদে ছিলেন। ওই পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ডা. মুরাদকে বহিষ্কার করবে জামালপুর আওয়ামী লীগ। প্রায় একই সময়ে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এরও আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পত্র জমা দেন ডা. মুরাদ। ইতোমধ্যে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছেন তার জনসংযোগ কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ডা. মুরাদকে এদিনের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার রাতে (৭ ডিসেম্বর) তথ্য প্রতিমন্ত্রীকে এ বার্তা পৌঁছে দেন সেতুমন্ত্রী কাদের।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন জামালপুর | আ | লীগ | বহিষ্কার | ডা | মুরাদ