আর্কাইভ থেকে বিনোদন

কিং খানের অজানা কাহিনি শোনালেন মনোজ

কিং খানের অজানা কাহিনি শোনালেন মনোজ
মনোজ বাজপেয়ী, বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। সম্প্রতি কথা বলেছেন বলিউড তারকা শাহরুখ খান প্রসঙ্গে। বলিউড কিং’র প্রতি তার নাকি অনেক শ্রদ্ধা কাজ করে। কারণ, তিনি দেখেছেন যে কিং খান 'পুরো পরিবার এবং সবকিছু' হারিয়েছেন এবং তারপরেও এ ইন্ডাস্ট্রিতে নিজের নাম তৈরি করেছেন। মনোজ বাজপেয়ী বর্তমানে ব্যস্ত আছেন সিরফ এক বান্দা কাফি হ্যায় ছবির প্রচারে ।
মনোজ বাজপেয়ী,শাহরুখ খান
মনোজ বাজপেয়ী,শাহরুখ খান
একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, ‘শাহরুখ খান এখন যে উচ্চতায় আছেন, তা দেখে আমি সত্যিই খুব গর্ববোধ করি। খুব খুশি হই। অল্প বয়সে পুরো পরিবারকে হারিয়ে যেভাবে তিনি নিজের পৃথিবী তৈরি করেছেন। সত্যিই প্রশংসনীয়। তিনি নিজের জায়গা, নিজের পরিবার সবটাই নিজে তৈরি করেছেন। তিনি এখন যে খ্যাতি এবং নাম পেয়েছেন তা অর্জনের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন।’ তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমি তাকে সম্মান করি। কারণ, আমি তার বন্ধুদের মধ্যে একজন ছিলাম যারা তাকে তার সবচেয়ে খারাপ সময়ে দেখেছিল। শাহরুখের সাফল্য নিয়ে আমি কখনওই তাই বিরূপ মন্তব্য করতে পারি না।’ ইন্ডাস্ট্রিতে শুরুর দিনগুলিতে, তিনি নিয়মিত এসআরকে-এর সঙ্গে দেখা করতেন। যদিও তারা এখন আর দেখা করার সময় পান না। কারণ, তারা তাদের নিজস্ব জগতে প্রত্যেকেই ব্যস্ত। তবে তাদের একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। সম্প্রতি মনোজ বাজপেয়ী বলেছেন যে তিনি ফিট থাকার জন্য তার দাদাকে সবসময় অনুসরণ করেন। অভিনেতা উদ্ধৃত করেছেন, ‘১৩-১৪ বছর হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে আমার দাদা খুব রোগা এবং সবসময় ফিট থাকেন।
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ী
তাই আমি ভাবলাম তিনি যা করতেন আমাকেও তাই অনুসরণ করতে হবে। তারপর যখন আমি শুরু করলাম সেটা ফলো করা, আমার ওজন নিয়ন্ত্রণে আসতে শুরু করল ধীরে ধীরে। আমিও খুব উদ্যমী বোধ করতে লাগলাম। এবং খুব সুস্থ বোধ করতাম।’ ইন্ডাস্ট্রিতে অনেকেই শূন্য থেকে শুরু করেছেন নিজেদের যাত্রা। শাহরুখ খান যে তাদের মধ্যে অন্যতম তা সকলেরই জানা। তবু তার কঠিন লড়াই আজও অনেকের অনুপ্রেরণা। তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন এসবই যে তার কঠিন পরিশ্রমের ফল, এবং একইসঙ্গ স্বপ্ন- সেটা তিনি নিজেও বলেছেন বারবার। তবে একজন অভিনেতা হিসেবে অন্য অভিনেতার প্রতি মনোজ বাজপেয়ীর এই শ্রদ্ধা প্রদর্শন, সত্যিই মন কেড়েছে সকলের।

এ সম্পর্কিত আরও পড়ুন কিং | খানের | অজানা | কাহিনি | শোনালেন | মনোজ