আর্কাইভ থেকে আইন-বিচার

ওসি প্রদীপের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুদক

ওসি প্রদীপের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুদক
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতে এ চিঠি পাঠানো হয়েছে। সোমবার (২২ মে) চট্টগ্রামে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকের এ তথ্য জানান দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, সম্পদের তথ্য খুঁজতে বিভিন্ন দেশের সহযোগিতা দরকার হয়। ওসি প্রদীপের সম্পদের খোঁজে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে। এক মাস আগে পাঠানো এসব চিঠির কোনটিরই এখনও জবাব পাওয়া যায়নি। দুদক কমিশনার মোজাম্মেল আরও বলেন, এসব ক্ষেত্রে টাইম বাউন্ড করা যাবে না। আশা করি সবাই জবাব দেবে। যদি বিলম্ব হয় তাহলে আমরা তাদের তাগাদা দেব। চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে সততা সংঘ নামে একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মোজাম্মেল হক। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। এ হত্যা মামলায় প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ২০২২ সালের ৩১ জানুয়ারি এ রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।  

এ সম্পর্কিত আরও পড়ুন ওসি | প্রদীপের | সম্পদের | খোঁজে | সাতটি | দেশে | চিঠি | পাঠিয়েছে | দুদক