আর্কাইভ থেকে বাংলাদেশ

কক্সবাজারে অপহৃত চার শিক্ষার্থী উদ্ধার, পাঁচ রোহিঙ্গা আটক

কক্সবাজারে অপহৃত চার শিক্ষার্থী উদ্ধার, পাঁচ রোহিঙ্গা আটক

কক্সবাজারের পেঁচারদ্বীপ এলাকা থেকে অপহৃত চার শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে আইন শৃঙ্খালা রক্ষাকারী বাহিনী। 

অপহরণকারী চক্র কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপের মংলাপাড়ার ৪ শিক্ষার্থীকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহিন পাহাড়ে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণের টাকার দাবিতে তাদের ওপর চালানো হয় নির্যাতন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তারা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে অপহৃতদের অবস্থান শনাক্ত করে কৌশলে উদ্ধার অভিযানে নামে র‌্যাব। 

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। 

একই সঙ্গে উদ্ধার কার্যক্রম চালায় এপিবিএন এবং পুলিশ। পরে র‌্যাব টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে অপহৃত মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত শিক্ষার্থীরদের কাছ থেকে বাকি দুজনের পালিয়ে যাওয়ার কথা জানতে পেরেছে তারা।  তারপর অভিযান চালিয়ে বাকি দুজন জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নয়নকে উদ্ধার করে এপিবিএন। আটকের পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সেন্টমার্টিন নিয়ে যাওয়ার কথা বলে গেল ৭ ডিসেম্বর উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে অপহরণ করে একটি চক্র। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন কক্সবাজারে | অপহৃত | চার | শিক্ষার্থী | উদ্ধার | পাঁচ | রোহিঙ্গা | আটক