আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে মোরগের পায়ে বাধা ছুরির আঘাতে মালিকের মৃত্যু

ভারতে মোরগের পায়ে বাধা ছুরির আঘাতে মালিকের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে মালিককে হত্যা করেছে অবৈধ মোরগ লড়াইয়ের জন্য পায়ে ছুরি বাঁধা একটি মোরগ। প্রথা অনুযায়ী মোরগ লড়াইয়ের জন্য নিজের পোষা মোরগটির পায়ে শক্ত করে ধারালো একটি চাকু বেঁধেছিলেন মালিক। মোরগটি পালাতে গেলে তিন ইঞ্চি চাকুসহ পায়ের আঁচড়ে মৃত্যু হয় তার। গত সপ্তাহে তেলেঙ্গানার রাজ্যের লোথানুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য প্রস্তুত করার পর ছাড়া পাওয়ার চেষ্টা করে মোরগটি। মালিক ধরার চেষ্টা করলে এক পর্যায়ে মোরগের পায়ের সঙ্গে থাকা সাত সেন্টিমিটার বা তিন ইঞ্চি লম্বা ছুরি তার কুঁচকিতে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় মালিক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অবৈধ মোরগলড়াই খেলা আয়োজনে জড়িত ১৫ জনকে খুঁজছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অবৈধ বাজি ধরা ও মোরগ লড়াইয়ের আয়োজন করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থানায় রাখা মোরগটিকে একটি পোল্ট্রি খামারে পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পরে কোনো একদিন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে।

ভারতে ১৯৬০ সাল থেকে মোরগলড়াই নিষিদ্ধ। তবে আইন অমান্য করে বহু স্থানে এখনও এই খেলা চালু আছে। তেলেঙ্গানা ও এর আশপাশের রাজ্যগুলোর গ্রামাঞ্চলে প্রায়ই এই লড়াইয়ের আয়োজন করা হয়। সংক্রান্তির সময় তা আরও বেড়ে যায়।

মোরগের আঘাতে মালিকের মৃত্যুর ঘটনা এটি প্রথম নয়। গেল বছর অন্ধ্রপ্রদেশে পোষা মোরগকে কাঁধে করে লড়াইয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে মোরগের আঘাতে মারা যায় সে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | মোরগের | পায়ে | বাধা | ছুরির | আঘাতে | মালিকের | মৃত্যু