জাতীয়

সপ্তাহে ৭ দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ কার্যকর

বায়ান্ন প্রতিবেদন

সপ্তাহিক ছুটির দিনসহ শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ অর্থাৎ অর্ধেক ভাড়া কার্যকর হয়েছে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে। সকাল ৬ টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

পূর্বঘোষণা অনুযায়ী দৈনিক সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেয়ার এ সুবিধা পাবেন।

মঙ্গলবার ছুটির দিন না থাকায় আলাদা করে খুব একটা প্রভাব টের না পেলেও শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ ভাড়া নেয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। 

এ সুবিধা পেতে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে ৫ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা।

এদিকে সাপ্তাহিক ছুটির দিনে 'হাফ পাস' বাস্তাবায়নে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে পরিবহন সংশ্লিষ্টদের।  তারা অভিযোগ করেছে পরিবহন মালিক সহযোগিতা না করলে পরিবহন শ্রমিকদের জন্য এ সিদ্ধান্ত আর্থিক ক্ষতির কারণ হবে।

জেডএস/