যুক্তরাষ্ট্রের ভিসানীতি ভালো উদ্দেশ্য নিয়ে করেছে। এটিকে জাতীয় পার্টি অ্যাপ্রিশিয়েট করছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির (জাপা) কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (২৫ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব এমন অভিমত জানান। এ বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দুজন করে নেতা অংশ নেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমেরিকান ফরেন মিনিস্টার ভিসাবিষয়ক নতুন যে ঘোষণা দিয়েছেন, সেটা জানানোর জন্য এ বৈঠক ডাকা হয়। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ভিসানীতি, এটা আমাদেরকে উনি (রাষ্ট্রদূত) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমাদের মতামত কী, সেটাও জানতে চেয়েছেন তিনি।’
জাপা মহাসচিব বলেন, বৈঠকের মূল বিষয়টা হলো- বাংলাদেশের জন্য আমেরিকার নতুন ভিসানীতি। তারা তিনটি দলকে ডেকেছেন। প্রতিক্রিয়ায় আমি বলেছি, এটা (ভিসানীতি) ঠিক আছে। এটা আমেরিকা সরকারের নিজস্ব বিষয়। তারা কী পলিসি করবেন, সেটা তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো রকম আপত্তিও নেই, অবজেকশনও নাই। তাদের (যুক্তরাষ্ট্র) উদ্দেশ্য ভালো। তারা এটা করেছেন যেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি।
উল্লেখ্য, বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।