জাতীয়

জাতীয় নির্বাচন নিয়ে নতুন তথ্য জানালো প্রধান নির্বাচন কমিশনার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল

আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে তিনি বলেন, বর্তমান সরকারের ওপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। এ ছাড়া নির্বাচন কমিশনের ওপরও প্রত্যাশা বেশি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। মানুষ যখন দেখতে পাবে যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে।

সিইসি বলেন, কারও বয়স ১৮ বছর হলো কিন্তু কোনো ফয়সালা করলাম না, ভুয়া ভোটারের কোনো তালিকা করলাম না, তাহলে ভোটার তালিকা তৈরি করা খুব সহজ। মৃত ভোটার তালিকা থেকে বাদ যাক এটি সবাই চাচ্ছে। তাই ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি-এসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কেননা তাদের ওপর এখন চাপ নেই। আগে ওপর থেকে বিশাল একটা চাপ ছিল তাদের। তোমরা এমনভাবে নির্বাচন করবে যেন আমার দল জিতে। কিন্তু এখন তেমন পরিস্থিতি নেই। এখন তারা মুক্তভাবে কাজ করতে পারছে।

আসন্ন নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে গ্রহণযোগ্য সকল পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সাম্প্রতিক সময়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য থেকেও নির্বাচনের সময় সম্পর্কে অবগত হওয়া যায়। সেই হিসেবে ২০২৫ সালের শেষ সময় মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে নির্বাচন কমিশন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিইসি | প্রধান নির্বাচন কমিশনার