আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত বাংলাদেশের স্পিন কোচ

নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত বাংলাদেশের স্পিন কোচ

করোনার সংক্রমণ ঘটেছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে। করোনা পজিটিভ হয়েছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। আর সবার মতো তিনিও এখন আছে কোয়ারেন্টাইনেই।

দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছানোর পরই প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই হয়েছিলেন করোনা নেগেটিভ। তৃতীয় পরীক্ষায় হেরাথের করোনা আক্রান্তের খবর মিলল। 

নিউজিল্যান্ডে ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুটি করোনাভাইরাস পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইনে আছে বাংলাদেশ দল। এবার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যসহ সর্বমোট ৩০ জন গেছেন। তাদেরকে ৩ ধাপের কোয়ারন্টাইন করতে হচ্ছে। যাদের হাতে নীল ব্যান্ড দেওয়া হয়েছে তারা ৫ দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন শুরু করেছেন। হেরাথেরসহ অনেকের আছে হলুদ ব্যান্ড। যারা করোনাভাইরাস রোগির সংস্পর্শে ছিলেন তাদের জন্য এই ব্যান্ড।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডে | করোনায় | আক্রান্ত | বাংলাদেশের | স্পিন | কোচ