জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। মিশনের সামনে টাঙানো বিজ্ঞপ্তিতে সেবা স্থগিতের কারণে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানিয়েছে হাইকমিশন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি উগ্রপন্থি সংগঠনের ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বাংলাদেশিদের ভারত ছাড়ার আহ্বান জানায়।

এদিকে রোববার পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারেও হামলার ঘটনা ঘটে। সেখানে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #রাজধানী #নয়াদিল্লি #বাংলাদেশ হাইকমিশন #ভিসা