রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। তিনি রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন।
সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ তদন্ত সংস্থা। বিস্ফোরণের ফলে আশেপাশে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালক গুরুতর আহত হন।
তদন্তকারীরা জানান, বিস্ফোরকটি গাড়ির নিচে পুঁতে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা প্রাথমিক তদন্তে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
অতীতে এ ধরনের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজিরের কথাও উল্লেখ করা হয়েছে।
এসএইচ//