আর্কাইভ থেকে বাংলাদেশ

অশ্রুসিক্ত নয়নে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন আগুয়েরো

অশ্রুসিক্ত নয়নে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন আগুয়েরো

হৃদরোগে মাত্র ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন কুন আগুয়েরো। বুধবার (১৫ ডিসেম্বর) ন্যু ক্যাম্পে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। 

গত অক্টোবরে আলাভেজের বিপক্ষে খেলা চলাকালীন সময়ে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর বার্সেলোনার মেডিক্যাল স্টাফদের অধীনে পর্যবেক্ষণে থাকা আগুয়েরো শেষমেশ থামার সিদ্ধান্তই নিলেন। 

আগুয়েরোর অবসর ঘোষণার দিন ন্যু ক্যাম্পে উপস্থিত ছিলেন বার্সেলোন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। ছিলেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাও। অশ্রুসিক্ত নয়নে আগুয়েরো সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন, 'পেশাদার ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি'। 

'এটা খুবই কঠিন একটা মুহূর্ত। এমন সিদ্ধান্তটা আমি আমার স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে নিয়েছি। হৃদরোগের সমস্যাটা আরও দেড় মাস আগে হয়েছে।'- আবেগপ্রবণ হয়ে পড়া ম্যান সিটি কিংবদন্তী যোগ করেন।

২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সী আগুয়েরোকে দলে ভেড়ায় অ্যাথলেটিকো মাদ্রিদ। পাঁচ বছরে স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০২ গোল করেন তিনি। ২০১১ তে ৪০ মিলিয়নে আর্জেন্টাইন তারকাকে কিনে নেয় ম্যানসিটি। এর পরেরটা কেবলই ইতিহাস। 

প্রাক্তন দুই ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আগুয়েরো বলেন, 'আমি অ্যাথলেটিকো মাদ্রিদকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সুযোগ দিয়েছিল যখন আমার বয়স মাত্র ১৮ ছিল। ধন্যবাদ জানাতে চাই ম্যানচেস্টার সিটিকে, সবাই জানে সিটি নিয়ে আমার অনুভবের কথা এবং তারা আমাকে কতটা ভালোভাবে দেখাশোনা করেছে।'

ম্যানসিটির ৪৪ বছরের লিগ শিরোপার আক্ষেপ ঘুচিয়েছিলেন আগুয়েরো। ১০ বছর সেখানে কাটিয়ে এবারের দলবদলে ফ্রিতে বার্সায় এসেছিলেন এই ফুটবলার। তবে দলটির হয়ে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। যার একটিতে মাঠ ছাড়তে হয়েছে বুকে ব্যথা নিয়ে। 

ইংল্যান্ডে পাঁচ লিগ টাইটেলসহ ১৫টি শিরোপা উঁচিয়ে ধরেছেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৬০ গোল তার নামের পাশে। বার্সার জার্সিতে একমাত্র গোলটি করেছেন সবশেষ এল ক্ল্যাসিকোতে। এছাড়া আর্জেন্টিনার হয়ে করেছেন ৪১ গোল। এবারের কোপাজয়ী দলের সদস্যও ছিলেন এই ফুটবল তারকা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন অশ্রুসিক্ত | নয়নে | বুটজোড়া | তুলে | রাখার | ঘোষণা | দিলেন | আগুয়েরো