আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে গুনীদের সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের বৃত্তিসহ সনদ প্রদান

ফুলবাড়ীতে গুনীদের সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের বৃত্তিসহ সনদ প্রদান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে মহা নামযজ্ঞ অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিহসহ সনদ প্রদান করা হয়েছে। 

শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় উপজেলার রাবাইতারী সার্বজনীন দোল মন্দির প্রাঙ্গনে চারদিন ব্যাপী ১২ তম আন্তঃ উপজেলা নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠানে পাঁচ গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিসহ সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। 

এ সময় সাইফুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়,আন্তঃ উপজেলা নামযজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের সভাপতি সুশীল চন্দ্র রায়, সাধারণ সস্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায়, উপজেলা পুজা উদযাপনের সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, প্রধান শিক্ষক কানাই লাল সরকার ও কৃষ্ণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

সোমবার অপ্রাকৃত লীলা কীর্ত্তন এবং মঙ্গলবার দুপুরে মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে চারদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হবে। 

রাইদুল শুভ/অনিল চন্দ্র রায়

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | গুনীদের | সম্মাননা | স্মারক | ও | শিক্ষার্থীদের | বৃত্তিসহ | সনদ | প্রদান