অস্থিরতা কেটে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে আশুলিয়ার শিল্পাঞ্চলে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিএমইএর সিদ্ধান্তের পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে খোলা হয়েছে অধিকাংশ কারখানা। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে। তবে আজও ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানা ও শিল্প পুলিশ সূত্র জানায়, বিজিএমইএ দাবি মেনে নিয়ে আজ থেকে সকল কারখানা চালুর সিদ্ধান্ত নেয়। সকালে অধিকাংশ কারখানা খোলার পর শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে কাজে ফিরেছেন। একটি কারখানায় শ্রমিকরা প্রবেশের পর কর্মবিরতি পালন করেছে। অন্যদিকে আজও বন্ধ রয়েছে ১৪টি কারখানা।
এদিকে জিরাবো এলাকার অনন্ত, নরসিংহপুর এলাকার জেনারেশন ও জামগড়ার ডেকো গার্মেন্টস ৫টি কারখানায় আর্থিক সমস্যা ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে কর্মবিরতি করলে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে নরসিংহপুর এলাকার নিট এশিয়া কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ করছে। তারা কারখানার মালিকের কাছ থেকে দাবির বিষয়ে সরাসরি আশ্বস্ত হওয়া দাবির জানিয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল আলম মিন্টু বলেন, আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে। ৪-৫টি কারখানায় শ্রমিক ছাটাই ও বকেয়া বেতন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও গতকাল বিজিএমইএ'তে যে সিদ্ধান্ত হয়েছে ওইসব কারখানার শ্রমিকদের মধ্যে বিষয়গুলো সুন্দরভাবে অবহিত করার পাশাপাশি দ্রুত আলোচনা করে সমাধান করার দাবি জানান তিনি। এছাড়াও বন্ধ থাকা কারখানাগুলো চালু করার দাবি জানান।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, গতকাল শ্রমিকদের ১৮ দাবি মেনে নেয়ার পর সকাল থেকে অধিকাংশ কারখানা খোলা হয়েছে আশুলিয়ায়। তবে ১৪টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ও ৫টি কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি করলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়াও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসি//