দেশজুড়ে

শিশু চুরি করে বিক্রি করে তারা

অপহৃত শিশু উদ্ধার; সন্তানসহ দম্পতি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর পাশের টঙ্গীর এরশাদ নগর থেকে সাড়ে চার বছর  বয়সী এক শিশু অপহরনের ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত শিশুর নাম আলিফ।

বুধবার (২৮ মে) টঙ্গী পূর্ব থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের বিস্তারিত জানান, গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, গেল ২৩ মে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে বোরকা পরিহিত এক নারী মিষ্টির লোভ দেখিয়ে আলিফকে অপহরণ করে। থানায় পুলিশকে ঘটনাটি জানানোর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থেকে প্রথমে এক অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ঝিনাইদহ জেলা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের নাম  কালাম, তাহমিনা ও আল- আমিন।

এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নারীসহ তিনজনই একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে শিশু চুরি করে বিক্রি করে। নিসন্তান দম্পতির কাছে এসব শিশু বিক্রি করে।  

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শিশু #আলিফ