দুর্ঘটনা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৪

সাভারের আশুলিয়ার একটি বাসায় গ্যাস লিকেজ বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। বিস্ফোরনে চারজন দগ্ধ হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার।

আহতরা হলেন-  জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)।

দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের নিচ তলার দেয়াল ধসে পড়ে। এসময় অন্তত ৬ জন আহত হন। এদের মধ্যে ৪ জন দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়েল আহমেদ নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়।

সকাল সোয়া ৭টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আশুলিয়া #সাভার #গ্যাস লিকেজ #গ্যাস বিস্ফোরণ