পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচটিতে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় বেনফিকা। সেই পেনাল্টি থেকে গোল করেন ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া।
তবে গোল করেও কোনো উদযাপন করেননি তিনি। দুই হাত এক করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন।
গোলের পর উদযাপন না করা কিংবা ক্ষমা চাওয়ার ভঙ্গি সাধারণত দেখা যায় তখন, যখন কোনো ফুটবলার তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন। কিন্তু দি মারিয়া কখনো বোকা জুনিয়র্সে খেলেননি। তাহলে এমন ভঙ্গি কেনো করলেন?
ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের কাছে কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, ক্ষমা চাননি; বরং গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই এমন অঙ্গভঙ্গি করেছেন।
তবে দি মারিয়া আর্জেন্টাইন হওয়ায় বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন। এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বোকা জুনিয়র্স। ৮৪ মিনিটে অন্য আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস ওতামেন্দি গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান।