ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ৫০টি ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইল। বুধবার (১৮ জুন) এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ছাড়াও এই হামলার লক্ষ্যবস্তু ছিল একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালিয়েছে তারা।
ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে বিশেষ অভিযানটি চলানো হয়েছে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিমানগুলো ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ‘কাঁচামাল ও উপাদান’ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতেও আক্রমণ করেছে।
এদিকে পরিপূর্ণভাবে সচল রয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা—এমনটি জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হওয়ার একটি ফুটেজও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।
উল্লেখ্য, সেন্ট্রিফিউজ হচ্ছে এমন একটি যন্ত্র যা দ্রুত ঘুরে ইউরেনিয়ামের বিভিন্ন অংশ আলাদা করে, যাতে উরেনিয়াম-235 এর পরিমাণ বাড়ানো যায়। পরমাণু সমৃদ্ধকরণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে সেন্ট্রিফিউজ।
এমএ//