জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দ্বিতীয় ধাপের মুলতবি অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৮ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এর আগের দিন মঙ্গলবার (১৭ জুন) তারা ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছিল।
কমিশন সূত্রে জানা গেছে, গতকাল জামায়াত তাদের উপস্থিতি নিয়ে আগেই জানিয়ে দিয়েছিল যে তারা বৈঠকে যোগ দেবে না। পরে কমিশন তাদের যোগ দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা আসেনি।
জামায়াতের একটি সূত্র জানায়, লন্ডনে বিএনপির তারেক রহমান ও জামায়াতের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক ভালো ছিল। তবে নির্বাচন সম্পর্কিত তারিখ ঘোষণার বিষয়ে তারা অসন্তুষ্ট।
তারা আরও বলেছে, এই ঘোষণা দেশের মধ্যে এসে করা উচিত ছিল।
এসকে//