ইসরাইল-ইরান যুদ্ধে যখন বিশ্বজুড়ে চলছে উত্তেজনা, তখন শান্তির বার্তা নিয়ে এগিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যুদ্ধের বদলে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে এক ব্যতিক্রমী বার্তা পাঠিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
নিজের সই করা একটি জার্সিতে “Playing for Peace” বা "শান্তির জন্য খেলো" বার্তা লিখে সেটি পাঠিয়েছেন ট্রাম্পের জন্য।
বর্তমানে জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডার আলবার্টায় অবস্থান করছেন ট্রাম্প। সেখানেই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি।
এই বৈঠকের মাধ্যমেই রোনালদোর শান্তির বার্তা ট্রাম্পের হাতে পৌঁছে দেন কস্তা। যুদ্ধে অবসান ঘটাতে রোনালদোর এমন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।