চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আবারও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।
বুধবার (১৮ জুন) ভোরে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫ এর ১ এস এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্নেল ফাহাদ মাহমুদ জানান, বুধবার সকালে মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করেছে বিএসফ। পরে তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়।
তিনি জানান, আটককৃতদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
এমএ//