বিনোদন

আসছে জয়া আহসানের ‘ডিয়ার মা’

ছবি: সংগৃহীত

দেশ ও দেশের বাইরের চলচ্চিত্রে দাপুটে উপস্থিতি দিয়ে চলতি ঈদে দর্শক মাতিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঈদুল আজহায় রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’ একসঙ্গে মুক্তি পেয়েছে তার দুটি ছবি।  এই দুই সিনেমা ঘিরে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। 

এরই মধ্যে আরও একটি সুখবর দিয়েছেন এই অভিনেত্রী।  আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ডিয়ার মা, যা পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে জয়া জানিয়েছেন নতুন ছবিটির খবর।  এটি হতে যাচ্ছে গত তিন মাসে জয়াকে নিয়ে মুক্তি পাওয়া চতুর্থ সিনেমা।

ডিয়ার মা সিনেমার ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান’।  ছবিতে জয়াকে দেখা যাবে এক মায়ের চরিত্রে।  প্রথমবারের মতো মা চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে জয়া বলেন, এই ছবিটি সম্পর্ক নিয়ে পরিবারের ভেতরের জটিলতা আর আবেগঘন গল্প নিয়ে তৈরি।  টনিদার ছবিতে সবসময় মনস্তাত্ত্বিক টানাপড়েন থাকে। আর এ ছবিও ঠিক তেমনই।

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর জানান, সিনেমার মূল গল্প এক দম্পতির সম্পর্ক এবং তাদের ছোট মেয়েকে ঘিরে।  যেখানে মুখ্য দুই চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল।  আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

এর আগে অনিরুদ্ধের পরিচালনায় জয়া অভিনয় করেছিলেন হিন্দি ছবি কড়ক সিং-এ, যা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

জয়ার আরও একটি ছবি জয়া আর শারমিন মুক্তি পেয়েছে গত ১৬ মে।  কোভিডের সময়ের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে দেখানো হয়েছে জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের জটিলতা ও উত্থান-পতনের গল্প।  এক ছাদের নিচে আটকে পড়া দুই নারীর সম্পর্কের আবেগঘন রূপায়ণ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

মাত্র তিন মাসে চারটি ভিন্ন চরিত্রে দেখা মিলছে জয়া আহসানের।  দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য তাই এক অন্য মাত্রায় পৌঁছে গেছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জয়া আহসান #চলচ্চিত্র