দেশজুড়ে

রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মাকে ছেলের বাড়িতে পৌঁছে দিল সেনাবাহিনী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বগুড়ার বড়কুমিড়া এলাকায় এক বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে বাংলাদেশ সেনাবাহিনী তার ছেলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ওই বৃদ্ধার নাম বিমলা রানী (৯০)। মঙ্গলবার (১৭ জুন) সেনাবাহিনীর সদস্যরা এই কাজটি করেন।

বিষয়টি গণমাধ্যমকে সেনাবাহিনীর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমলা রানী বয়সের কারণে নিজের দেখাশোনা করতে সক্ষম নন। তিনি চোখে দেখেন না, কানেও কম শোনেন এবং হাঁটাচলা করতে সমস্যায় পড়েন। এক সময় সুখী পরিবারে তার জীবন কাটছিল,তবে স্বামী মারা যাওয়ার পর তার জীবনে বিপর্যয় নেমে আসে। তার তিন ছেলে কেউই তাকে দেখেন না বা সহায়তা করেন না।

লেফটেন্যান্ট আল ফাহাদ গণমাধ্যমকে জানান, তারা অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। এসময় সেনাবাহিনীর সদস্যরা নিজে হাতে বিমলা রানীকে খাবার খাওয়ান এবং তার ছেলেদের কর্তব্যের বিষয়ে সতর্ক করেন। মঙ্গলবার বিমলা রানীর রাস্তায় পড়ার খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে তার ছেলের বাড়িতে পৌঁছে দেন।

লেফটেন্যান্ট আল ফাহাদ আরও বলেন, ছেলেদের সতর্ক করে তাদের দায়িত্ব সম্পর্কে বুঝানো হয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি বিমলা রানীর ছেলেরা আর্থিক সহায়তার প্রয়োজন অনুভব করেন, তবে সেনাবাহিনী তাদের সহযোগিতা করতে প্রস্তুত।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #সেনাবাহিনী #বৃদ্ধা