দেশজুড়ে

ধারালো বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বেঞ্চ থেকে নামতে গিয়ে একটি ধারালো বঁটির ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম রউফা রুক্কা (০২)। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে তানোর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

সে ওই গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে। গণমাধ্যমকে বিষয়টি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, শিশুর মা হাওয়া বেগম সকালে বাড়ির উঠানে বসে পাকা আম কাটছিলেন। ওই সময় শিশুটি পাশের একটি বেঞ্চে বসে ছিল। হাওয়া বেগম যখন ঘরের ভেতরে আম আনতে যান, তখন ছোট্ট রউফা বেঞ্চ থেকে নামতে গিয়ে মা’র পাশে রাখা ধারালো বঁটির ওপর পড়ে যায়।  আর তখনই বঁটির সীসা অংশটি শিশুটির বুকে ঢুকে যায়।  শিশুটির অবস্থা খারাপ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আফজাল হোসেন বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।  তাই আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #ধারালো বঁটির ওপর