ক্রিকেট

৩৮৩ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ শুরু করেছিলো ২৯২ রান নিয়ে।  আগের দিনে সেঞ্চুরি তুলে ১৩৬ রান নিয়ে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় দিনে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।  ১৪৮ রান করে ফিরে গেছেন তিনি।

 

পঞ্চম উইকেট জুটিতে লিটন কুমার দাশকে নিয়ে জুটি গড়েছেন মুশফিকুর রহিম।  দুজনে মিলে গড়েছেন  ১২৫ বলে ৭৪ রানের জুটি।  ২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত লিটন। আর লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৮৩ রান। 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ