সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে আজ বুধবার (১৮ জুন) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, আনিসুল হককে পাঁচ দিন এবং মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।
পুলিশ এবং আদালত সূত্রে জানা যায়, পল্টন থানায় দায়ের করা বদরুল ইসলাম সাঈমন হত্যাচেষ্টা মামলায় মোশাররফ হোসেন এবং বাবুল সরদার চাখারীকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ তাদের রিমান্ড বাতিল করার আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।
শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরুদ্ধে আপত্তি জানানো হলেও, আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে একটি হত্যা মামলায় আজ গ্রেপ্তার দেখানো হয়েছে।
গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পর ১৩ আগস্ট আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তুরিন আফরোজও গ্রেপ্তার হন।
এসকে//