আইন-বিচার

জুলাইযোদ্ধা তাহরিমার জামিন মঞ্জুর

চাঁদাবাজির একটি মামলায় জুলাই যোদ্ধাতাহরিমা জান্নাত সুরভীর জামিন্মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়,  আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, আজ তাহরিমাকে ২ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আদালত। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।

পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তাহরিমা জান্নাত সুরভী