আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে অস্থিরতার বড় কারণ ইরান

ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়াকে চায় না ইতালী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু শক্তিধর হওয়া ঠেকাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় অস্থিরতার কারণ ইরান। আমরা সবাই একমত যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র যাওয়া উচিত না।

মঙ্গলবার (১৭ জুন) কানাডার কানানাস্কিসে জি-সেভেন সম্মেলনে অংশ নিয়ে সংবাদ সম্মেলনে মেলোনি আরও, বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য কাজ করার। এখনই উপযুক্ত সময়।  

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইরান-ইসরায়েলের মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। মেলানী বলেন, “যুদ্ধরত কোনও দেশের আরেকটি যুদ্ধ থামাতে মধ্যস্থতা করা ঠিক হবে না।”

গাজার বিষয়েও মেলানী বলেন, “যুদ্ধবিরতির জন্য এখনই সঠিক সময়। তিনি এই বিষয়ে অনেক কাজ করেছেন। অন্যান্য দেশগুলোর সঙ্গে একমত হয়েছেন। 

তিনি আরও বলেন, গাজা পরিস্থিতি সামাল দিতে আরব দেশগুলোর বিশেষ করে উপসাগরীয় দেশের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে সবার সহযোগিতা করতে হবে।

জি সেভেন সম্মেলনটি ১৫ থেকে ১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র এই বৈঠকে অংশ নেয়। সম্প্রতি ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি